About Eco Tech Rooftop Garden Aquaponics

নগর কৃষি ভিত্তিক নিজেদের উদ্ভাবিত আধুনিক প্রযুক্তির এই এক্যুয়াপনিক্স পদ্ধতিতে মাটির কোন স্পর্শ ছাড়াই উৎপাদন হয় শাক-সবজি এবং মাছ। রাসায়নিক সার ও মাটি বিহীন এই ছাদকৃষিতে একই সাথে চাষ হয় মাছ আর সেই মাছের পানি দিয়েই চাষ হয় শাক-সবজি। যা শতভাগ পুষ্টিকর ও অর্গানিক। এক্যুয়াপনিক্স পদ্ধতির মাধ্যমে মাছের মল পানিতে মিশে পাইপের মাধ্যমে গাছের গোড়ায় যায়। গাছ সেখান থেকে অ্যামোনিয়ার মাধ্যমে প্রচুর খাদ্য তৈরি করে। যার ফলশ্রুতিতে ফলন খুব দ্রুত বাড়ে এবং স্বাদ ও গুণে ভরপুর থাকে। এছাড়াও উৎপাদন হয় সব মৌসুমী শাক-সবজি। এতে করে পানির কোন অপচয় হয় না। ছাদ থাকে পরিষ্কার ও কাঁদামাটি মুক্ত। ছাদ থেকে সবজির বেডগুলো স্টিলের ফ্রেমের উপরে থাকায় ছাদের কোন ধরনের ক্ষতি হয় না। ছাদ থাকে একদম নিরাপদ।

Project Facilities

- লে-আউট ডিজাইন সহ সম্পূর্ন কাঠামো আমরা তৈরি করে দিচ্ছি। 

- ছাদে অতিরিক্ত লোড তৈরি করেনা

- কোন প্রকার রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার নেই 

- কাঠামো একবার স্থাপন করলে ৩০ -৪০ বছরের বেশী স্থায়ী হয়। 

- মাটির বাগানের তুলনায় খুব কম সময়ে গাছে ফলন আসে।

- বাগানে পানি সেচ প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়। 

- এ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে তৈরি বাগান পরিচর্যা অধিকতর সহজ।

- ছাদে কোন প্রকার মশা বা পোকামাকড় তৈরি হয়না।

- পানি সরবারহ প্রবাহমান থাকায় ছাদে কোন কাদা বা ড্যাম তৈরি করেনা।

- একই পানি বার বার ব্যাবহারের ফলে পানির অপচয় নেই বললেই চলে 

- প্লান ও ডিজাইন অনুসারে বাগানের কাঠামো তৈরি করায় ছাদ গোছানো থাকে 

- সকল মৌসুমের শাক সবজির চাষাবাদ সহজেই করা যায় 

- একই সাথে মাছ ও শাক সবজির চাহিদা পূরন করা যায়

 

Garden Layout

Location

Eco Tech Organic Garden
82-83, As-Salam Tower, Zoo Road, Mirpur 2, Dhaka – 1216

Production Chart